স্থানীয়রা পদ্মা নদীকে বাঁচানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে। আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে বুধবার সকালে এ মানববন্ধন হয়। পদ্মা নদী বাঁচলে, রাজশাহী বাঁচবে এ স্লোগানে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট যৌথভাবে এর আয়োজন করে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বদিউজ্জামান রবু, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, ওয়ার্কার্স পাটির নগর সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিশ্বব্যাপী নদীকৃত্য দিবস পালিত হচ্ছে, তখন রাজশাহী অঞ্চলের সব নদ-নদী খালবিল পানিশূন্য হয়ে পড়েছে। অনেক আগেই রাজশাহীর ওপর দিয়ে বয়ে চলা পদ্মা নদী অস্তিত্ব হারিয়ে শুধু বালুচরে পরিণত হয়েছে। শুষ্ক মৌসুমের অনেক আগেই পানিশূন্য হয়ে যায় পদ্মা নদী। সরকার দেশের ১৯ টি নদী খননের নীতিগত সিদ্ধান্ত নিলেও সে তালিকা থেকে রহস্যজনক কারণে বাদ রাখা হয়েছে পদ্মা নদীকে।

একই মানববন্ধন থেকে বক্তারা প্রস্তাবিত উত্তর রাজশাহী সেচ প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান।

বক্তারা বলেন, এ প্রকল্পটি রাজশাহীর মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি হলেও রহস্যজনক কারণে তা আলোর মুখ দেখছে না। ফলে ভ‚-গর্ভস্থ পানির ক্রমাগত চাপ বৃদ্ধির কারণে এ অঞ্চলের নদ-নদীতে প্রভাব পড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি  জানান বক্তারা।

জেলা বাপার সভাপতি জামাত খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাববন্ধনে জাসদ নেতা শাহরিয়ার রহমান, আইনজীবী সমিতির নেতা এন্তাজুল হক বাবু, প্রকৌশলী খাজা তারেক, অধ্যাপক জিএম হারুন, পরিবেশবিদ মিজানুর রহমান, সাংস্কৃতিক কর্মী মনিরা রহমান মিঠি, নারী শিল্প উদ্যোক্তা সেলিনা বেগম, শাহিনা বেগম, শিশু সংগঠক রজব আলী, রাজশাহী জেলা লোকমোর্চার সভাপতি আলাউদ্দিন আল আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031