চট্টগ্রাম বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিআইএফটি) এর সৌজন্যে শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সম্মানে চট্টগ্রাম ক্লাবে এক প্রীতি নৈশ–ভোজের আয়োজন করা হয়। সিবিআইএফটি গভর্নিং বডির প্রেসিডেন্ট নাসির উদ্দিন চৌধুরী এবং শ্রীলঙ্কা ইনস্টিটিউট অব টেক্সটাইল এন্ড অ্যাপারেল’র মধ্যকার সমঝোতা স্মারক সইয়ের ব্যপারে তার বিশেষ অবদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ডে তার উপদেশ ও সহযোগিতা অব্যহত রাখার অনুরোধ করেন।

অনুষ্ঠানে হাইকমিশনার বিশেষত চট্টগ্রাম অঞ্চলের উন্নয়ন, ব্যবসায়িক সম্ভাবনা, প্রতিবন্ধকতা এবং উত্তরণের পথ হিসেবে বিভিন্ন কৌশলগত ধারণা প্রদান করেন। এর পাশাপাশি তিনি তার কূটনৈতিক জীবনের অভিজ্ঞতার আলোকে উপস্থিত সুধীজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি আরো বলেন, সিবিআইএফটি’র মতো ক্ষুদ্র্র কিন্তু শক্তিশালী উদ্যেগের মাধ্যমেই টেকসই উন্নয়ন লাভ করা সম্ভব। অত্র অঞ্চলের পোশাকশিল্পও এমন উদ্যোগ গ্রহণের ফলে দীর্ঘমেয়াদী সুফল পেতে পারে। উল্লেখ্য, সিবিআইএফটি’র বর্তমান ৪ বছর মেয়াদী অনার্স কোর্সের পাশাপাশি শ্রীলঙ্কা সরকার নিয়ন্ত্রিত স্লিটা’র অনুসরণে এবং সহযোগিতায় স্বল্প মেয়াদের (অনধিক এক বছর) ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সসমূহ সময় ও ব্যয় বিবেচনায় সাশ্রয়ী যা পোশাকশিল্প পুনঃবিকাশে সহায়ক হবে বলে উপস্থিত সবাই মনে করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, দৈনিক পূর্বকোণ পরিচালনা সম্পাদক ও প্রকাশক জসিম উদ্দিন চৌধুরী, প্রাক্তন চেম্বার সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, প্যাসিফিক জিন্স গ্রুপ চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন, আইবিএফবি চট্টগ্রাম চ্যাপ্টার চেয়ারপারসন এস এম আবু তৈয়ব, এশিয়ান গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন এবং প্যাসিফিক জিন্স গ্রুপ পরিচালক ও বিজিএমইএ পরিচালক সৈয়দ মোঃ তানভীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031