জনপ্রিয় মডেল অভিনেত্রী মোনালিসা তিন বছর প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন । আগামী ১৬ এপ্রিল থেকে ফিরবেন অভিনয়েও। মোশাররফ করিমের বিপরীতে সাগর জাহানের নাটকে দিয়ে দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়াবেন এই অভিনেত্রী। তবে মোনালিসার এখন সব ব্যস্ততা বৈশাখকে ঘিরে।
দুদিন পরেই পহেলা বৈশাখ। প্রবাস জীবনে এই দিনটিকে বিশেষভাবে মিস করতেন বলে জানিয়েছেন। মোনালিসা বলেন, তিন বছর ধরে আমি এই উৎসবকে মিস করছি। এ্ই সময়ে ঢাকায় থাকতে পেরে যে কত ভালো লাগছে, তা বুঝিয়ে বলতে পারছি না। এবারের বৈশাখে প্রোডাকশন হাউজ টেলিহোমের আয়োজনে এক বৈশাখী পার্টিতে অংশ নিচ্ছেন বলে জানালেন তিনি। সেখানে দেখা হবে মিডিয়া জগতের অনেকের সঙ্গেই।
মোনালিসা বলেন, ‘বৈশাখে শাড়ি পরবো। তবে বেশি সাজতে পারবো না। কারণ মায়ের সঙ্গে আমাকেও রান্না করতে হবে।’
এদিকে মোনালিসার দেশে ফেরার খবরে নির্মাতাদের অনেকেই তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। প্রস্তাব পাচ্ছেন নতুন নাটকে অভিনয়ের। দীর্ঘ প্রবাসজীবন কাটিয়ে দেশে ফেরার পর নির্মাতা ও পরিচিজতনদের কাছ থেকে এমন প্রস্তাব পেয়ে খুবই খুশি মোনালিসা।