সীমা আক্তার (৮) নামে এক স্কুলছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ বরিশালে ।
মঙ্গলবার বিকালে বরিশাল এয়ারপোর্ট থানার গণপাড়া এলাকার একটি খালের পাশ থেকে এই বস্তাবন্দি লাশটি উদ্ধার করা হয়। এসময় গামছা দিয়ে তার মুখ বাঁধা ছিল বলে জানিয়েছে স্থানীয়রা।
সীমা আক্তার (৮) ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আব্দুল জব্বারের মেয়ে ও পূর্ব গনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। সে তার পরিবার নিয়ে কাশিপুর এলাকার পশ্চিম চহটায় বসবাস করত।
বিষয়টি নিশ্চিত করে রাত সাড়ে ৭টায় বরিশাল এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) এ আর মুকুল জানান, তিনদিন ধরে নিখোঁজ ছিল এই মেয়েটি। সর্বশেষ তার লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে- তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এই ঘটনায় আসামিদেরও খোঁজ পাওয়া গেছে। এখন শুধু আটকের ব্যাপার।
নিহত সীমা আক্তারের স্বজনরা জানান, সীমার মুখে যে গামছা বাঁধা ছিল- সেটা ওই এলাকার রিকশাচালক কালুর।