এক লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ মাদক পরিবহণ ও বিক্রয়ের কাজে ব্যবহৃত কভার্ডভ্যান থেকে । এ সময় পুলিশ চার মাদক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেছে।
রবিবার সন্ধ্যায় ঢাকা-মাওয়া রোডের মুন সিএনজি এন্ড ফিলিং স্টেশনের সামনে থেকে বিপুল পরিমাণ এই ইয়াবা উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মো. নাসির হাওলাদার ও মো. বশির হাওলাদার, উভয়ের পিতা-আবুল হোসেন হাওলাদার, মো. রুবেল হাওলাদার, পিতা-আব্দুস সাত্তার ও জসিম হাওলাদার, পিতা-শফি হাওলাদার।
মতিঝিল ওয়ারী বিভাগের ডিসি মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশনায়, এডিসি (ডেমরা জোন), শাহ ইফতেখার আহমেদ এর তত্ত্বাবধানে, সিনিয়র এসি (ডেমরা জোন) ইফতেখায়রুল ইসলামের সহযোগিতায়, এসআই মো. ওমর ফারুকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।