আওয়ামীলীগের বিএম ফরহাদ হোসেন সংগ্রাম জয়ী হয়েছেন। ৭৪টি কেন্দ্রের সবকটির ফলাফল পাওয়া গেছে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপ-নির্বাচনে । একটি গোয়েন্দা সুত্র জানিয়েছে এতে সংগ্রাম পেয়েছেন ৮৩ হাজার ১৪ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দি জাতীয় পার্টির প্রার্থী রেজুয়ান আহমেদ পেয়েছেন ৩৪ হাজার ৯০১ ভোট। মোট ২লাখ ১৪হাজার ভোটারের মধ্যে মোট ভোট পড়েছে ১লাখ ৮ হাজার ৪৮৩। শতকারা ৫৫ ভাগ ভোট কাষ্ট হয়।
নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, জাতীয় পার্টির (জাপা) রেজওয়ান আহমেদ ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী আশরাফুল হক।