বহুল প্রত্যাশিত স্বপ্নের সেতু  শাহ-আরেফিন অদ্বৈত মৈত্রী সেতু মার্চ মাসের মধ্যেই উদ্বোধন হতে যাচ্ছে । সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশারফ হোসেন। ১৫ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার কথা থাকলেও শেষ পর্যন্ত এ তারিখে উদ্বোধন করা হচ্ছে না। মার্চের শেষ দিকে ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

তাহিরপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী আলমগীর হোসেন জানান, ১৫ মার্চ থেকে সেতুর লে-আউটের কাজ চলমান ও রিগের কাজ চলবে। এ মাসের শেষের দিকে ভিত্তিপ্রস্তর উদ্বোধন হবে।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীর উপর দেশের বৃহত্তর সেতু এলজিইডির নির্মাণাধীন ৭৫০মিটার দৈর্ঘ্যরে প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে সেতু হতে যাচ্ছে এমন সংবাদ এলাকায় প্রকাশের পর আনন্দিত তাহিরপুর উপজেলাবাসী।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031