১২ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে। মঙ্গলবার ভোরে সদর উপজেলার বাঁশদহ ইউনিয়নের টেংরা ভবানীপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সদর উপজেলার সাতানী গ্রামের শহিদুল ইসলাম ও বাঁশদহ ইউনিয়নের টেংরা ভবানীপুর গ্রামের আলী হোসেন।
পুলিশ জানায়, ভারত থেকে অবৈধ পথে মাদক এনে সাতক্ষীরা সীমান্তে বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদে জেলা গোয়েন্দা পুলিশের একটি টহল দল ক্রেতা সেজে সদর উপজেলার টেংরা ভবানীপুর এলাকার মাদক বিক্রেতা আলী হোসেন ও সাতানী এলাকার শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় ১২ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলী আহম্মেদ হাশেমী বিষয়টি নিশ্চিত করেন।