৭০ বছরের বৃদ্ধ সিরাজুল ইসলাম ও ৬০ বছরের বৃদ্ধা রাশেদার বিয়ে উৎসবমুখর পরিবেশে হয়েছে বগুড়ার নন্দীগ্রামে । সোমবার রাত সাড়ে ১০টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার কচুগাড়ী (মাস্টারপাড়া) ব্যবসায়ী আবু হানিফের বাড়িতে এই বিয়ে হয়।
বৃদ্ধ সিরাজুল ইসলাম উপজেলার চাকলমা গ্রামের মৃত সাবে উদ্দিনের ছেলে ও বৃদ্ধা রাশেদা নন্দীগ্রাম পৌর এলাকার মৃত মজিবর রহমানের মেয়ে।
এটি বৃদ্ধ সিরাজুল ইসলামের চতুর্থ বিয়ে। এর আগের তিন স্ত্রী মারা যাওয়ায় তিনি রাশেদাকে বিয়ে করলেন। রাশেদার স্বামী অনেক আগেই মারা যান।
সিরাজুল ইসলাম দুই ছেলে ও তিন মেয়ে সন্তানের জনক এবং রাশেদা এক সন্তানের জননী।
বর বৃদ্ধ সিরাজুল ইসলাম জানান, নিজের যত্ন ও ভালবাসার জন্য আমি বিধবা রাশেদাকে ছয় হাজার টাকা দেনমোহর দিয়ে বিয়ে করেছি।
তিনি আরও বলেন, আমার পরিবারের মতামত নিয়েই আমি এ বিয়ে করেছি।
কনে বৃদ্ধা রাশেদা জানান, সবার মতামত নিয়েই বিয়ে করেছি।
ব্যতিক্রমী এ বিয়ে দেখার জন্য পৌর এলাকার কচুগাড়ী (মাস্টারপাড়া) মহল্লায় ব্যবসায়ী হানিফের বাড়িতে উৎসুক জনতা ভিড় জমায়।
এ বিষয়ে বাড়ির মালিক ব্যবসায়ী আবু হানিফ জানান, সিরাজুল ইসলাম আমার নানা শ্বশুর। দুই পরিবারের ইচ্ছাতেই এই বিয়ে হয়েছে।