ইয়াবা ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালিয়েছে বোয়ালখালীতে।
সোমবার (১২ মার্চ) রাতে উপজেলার গোমদণ্ডী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটেছে।এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন, থানার সহকারি উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন, মো. আনিস ও কনেস্টেবল আবু নোমান।
পরে পুলিশ পূর্ব গোমদন্ডী রোহাই পাড়ার আবদুল হাকিমের ছেলে ইয়াবা ব্যবসায়ী মো. জলিল (২৬)কে আটক করেছে। তার কাছে থাকা ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গোমদণ্ডী রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী জলিলকে ধরে ফেলতে সক্ষম হয়। তাকে ছাড়িয়ে নিতে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছুঁড়ে মারে। এতে তিন পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়।
আহত ৩ পুলিশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছে উপ-সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার মিজানুর রহমান।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মো. ফারুক জানান, এ ঘটনায় পুলিশের উপর হামলা ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।