আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা চেষ্টার দায়ে চারজনকে আটক করেছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা, দহবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশেক আলী জিকু, দহবন্দ ইউনিয়ন শ্রমিকলীগের দুদু মিয়া ও জুয়েল রানা।
নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ঢাকাটাইমসকে বলেন, তারা ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার করে বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল, তৎক্ষণাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করে। এজন্য বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।