মোবাইল ফোন নিয়ে ঝগড়ায় নগরীর খুলশি থানার ঝাউতলা ডিজেল কমিটির মাঠে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহত করা যুবক আমির হোসেন (২০) মারা গেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
১০ এপ্রিল (রবিবার) রাত ৮টা দিকে একটি বেসরকারি ক্লিনিকে তার মৃত্যু হয়। গত ৮ এপ্রিল আমির হোসেনকে পিটিয়ে আহত করা হয়।
খুলশি থানার ওসি (তদন্ত) শেখ মাহমুদ সিটিজি নিউজ-কে বলেন, ‘৮ এপ্রিল শুক্রবার ঝাউতলা ডিজেল কমিটির মাঠে ক্রিকেট খেলার সময় মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সোহেল (১৫) নামে এক কিশোর ক্রিকেট স্ট্যাম্প দিয়ে আমির হোসেনের মাথায় আঘাত করে’ এসময় আমির হোসেন মাটিতে লুটে পড়লে স্থানীয়রা তাকে বায়েজিদ থানা এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে।
রোববার রাত ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার দিন একটি হত্যা চেষ্টার মামলা করা হয়েছিলো এখন তা হত্যা মামলাতে পরিনত হবে ।
এই ঘটনার মুল আসামী সোহেল(১৫) ও তার সহযোগি মেহেদীকে (১৬) গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি তদন্ত শেখ মাহমুদ।