নৌ বাহিনীর এক বেসামরিক কর্মচারী খুন হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। মঙ্গলবার সকালে উপজেলার মাদামবিবির হাট শাহাজানিয়া মাজার এলাকা থেকে আবছার আলী (৪৮) নামে ওই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের পর নৌ বাহিনীর কর্মকর্তারাও ঘটনাস্থলে গিয়েছেন উল্লেখ করে সীতাকুণ্ড থানার এসআই বেলায়েত হোসেন বলেন, আবছারের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। বুকের বাম পাশে ছুরির আঘাতে গভীর ক্ষত হয়েছে। ছুটিতে বগুড়ায় বাড়িতে গিয়েছিলেন আবছার। সেখান থেকে ফেরার সময় এ ঘটনা হয়েছে।
পুলিশের ধারণা, বাস থেকে নামার পর আবছার ছিনতাইকারীদের কবলে পড়েছেন।