সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন চট্টগ্রাম বন্দরের নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল এম খালেদ ইকবাল। এসময় মেয়র বন্দরের সক্ষমতা আরো বৃদ্ধি করার জন্য পরামর্শ দেন।
রোববার (১০ এপ্রিল) বিকেলে মেয়র আ জ ম নাছির উদ্দীনের দফতরে সাক্ষাত করেন তিনি।
এসময় বন্দরের নবনিযুক্ত চেয়ারম্যান দায়িত্ব পালন কালিন সময়ে চসিক মেয়রের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎ বৈঠকে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম বন্দর জাতির অস্তিত্বের মত, এ বন্দর দিয়ে দেশের ৮৪ শতাংশ আমদানী রফতানি হচ্ছে, যুগের সাথে তাল মিলিয়ে এই বন্দরের সক্ষমতা বৃদ্ধি করতে হবে।”
এসময় নির্ধারিত সময়ে বে র্টামিনাল বাস্তবায়ন, কর্ণফুলী নদী’র ক্যাপিটেল ড্রেজিং অব্যাহত রাখা, পতেঙ্গা ও লালদিয়ার চরের টার্মিনাল নির্মাণ, পোষ্ট লেবার কলোনীতে টার্মিনাল নির্মাণ, কর্ণফুলী নদীর উভয় তীরের ব্যবহার বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সিটি মেয়র রাজাখাল ও মহেষখাল ড্রেজিং করা, মহেষখালে পাম্প হাউস সহ স্লুইচ গেইট নির্মাণ করার বিষয়টি বন্দর চেয়ারম্যানকে স্মরন করে দিয়ে বলেন, আনোয়ারা, ফেনী ও মিরসরাই অর্থনৈতিক জোন চালু হলে এবং কর্নফুলী নদীর তলদেশে টানেল নির্মিত হলে বন্দরের বহুমাত্রিক ব্যবহার বৃদ্ধি পাবে, তাই বন্দরের সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দেন মেয়র।
এসময় বন্দরের সচিব ওমর ফারুক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।