বিয়ে নিয়ে লুকোছাপা করলেও বেশ জমকালোভাবেই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করলেন ইরেশ যাকের-মিম রশিদ দম্পতি। বিয়ের পর নেপালের কাঠমাণ্ডুতে বউভাতের আয়োজনের কথা থাকলেও শেষ পর্যন্ত সোমবার ঢাকার সেনা মালঞ্চে অনুষ্ঠিত হলো তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।
এদিন ইরেশ পরেছিলেন কালো শেরওয়ানি আর মিমের পরনে ছিল সোনালি রঙের শাড়ি। বিয়ের আয়োজনে শুধু পারিবারিক সদস্যরা অংশ নিলেও সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শোবিজ অঙ্গনের মানুষরা।
ছিলেন সৈয়দ হাসান ইমাম, ফেরদৌসি মজুমদার, লায়লা হাসান, রেজওয়ানা চৌধুরী বন্যা, মোস্তফা সরয়ার ফারুকী, শিহাব শাহীন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তানভীন সুইটি, তিশা, রুনা খান, বন্যা মির্জা, মাবরুর রশীদ বান্নাহ, আশনা হাবিব ভাবনা প্রমুখ। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সুলতানা কামাল, ফজলে হাসান আবেদ, অধ্যাপক রেহমান সোবহান উপস্থিত হয়েছিলেন সংবর্ধনা অনুষ্ঠানে।