গতকাল কাঠমুন্ডুতে বিমান দুর্ঘটনার পর রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য নেপালে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের জরুরি হটলাইন: +৯৭৭ ৯৮১ ০১০ ০৪০১ ও + ৯৭৭ ৯৮৬ ১৪৬ ৭৪২২- এ বিনামূল্যে কল চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদানকারী প্রতিষ্ঠান রবি। বিশেষ এই অফারটি ১৪ মার্চ ২০১৮ রাত ১২ টা পর্যন্ত কার্যকর থাকবে।

গতকাল দুপুর ১২টা ৫১ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়া ইউএস বাংলার ফ্লাইটটি কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটের দিকে বিধ্বস্ত হয়। এতে বাংলাদেশি ৩২, নেপালি ৩৩, চীন ও মালদ্বীপের একজন করে যাত্রী ছিলেন। এরই মধ্যে ৫০ জনের বেশি যাত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করেছে নেপালি কর্তৃপক্ষ।

বাংলাদেশের সরকারি-বেসরকারি বিমান সংস্থার ইতিহাসে এই ধরনের বিমান বিধ্বস্তের ঘটনা এর আগে ঘটেনি। স্বভাবতই বিষয়টি উদ্বেগের তৈরি করেছে। কেন এই দুর্ঘটনা সেটার কারণ জানার চেষ্টা চলছে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031