বিমান বিধ্বস্তের ঘটনায় নেপালের আহতদের নিজ খরচে চিকিৎসার ঘোষণা এসেছে ইউএস বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে। নিহতদের মরদেহ এবং আহতদেরকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার ঘোষণাও এসেছে সংস্থাটির পক্ষ থেকে।

দুর্ঘটনার পরদিন মঙ্গলবার রাজধানীর বারিধারায় ইউএস বাংলার করপোরেট কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম।

সোমবার ৬৭ জন যাত্রী ও চার জন ক্রু নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি নেপালের ত্রিভূবন বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এতের ৫০ জনের ‍মৃত্যুর তথ্য জানিয়েছে নেপালি কর্তৃপক্ষ।

সোমবার পর্যন্ত ১৮ জনকে জীবিত উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদের সিংহভাগই বাংলাদেশি, সব মিলিয়ে ১৪ জন। তবে এদের মধ্যে ক্যাপ্টেন আবিদ সুলতান মারা গেছেন আজ সকালে। আহতদের নেপালের পাঁচটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের দেশে ফিরিয়ে নিয়ে এসে চিকিৎসার ঘোষণা সোমবার সিঙ্গাপুর থেকেই দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ইউএস বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের খরচেই হবে চিকিৎসা।

কামরুল ইসলাম বলেন, ‘আমাদের একটা টিম কাঠমান্ডুতে পৌঁছে গেছে। আমরা সহজে এখন সব কিছু করতে পারব। আমাদের সিনিয়রদের সিদ্ধান্ত ছিল সমস্ত ডেডবডি এবং যারা আহত হয়েছে, তাদেরকে দ্রুত নিয়ে আসবে। তাদের চিকিৎসার খবরও নেয়া হচ্ছে। আমাদের ঘোষণা হলো ইউএস বাংলার খরচে সবার চিকিৎসা করা হবে।’

যাত্রীদের বিমার বিষয়ে জানতে চাইলে ইউএস বাংলার কর্মকর্তা বলেন, ‘প্রত্যেকটা এয়ারক্রাফটের ইন্সুরেন্স কাভারেজ থাকে। নিশ্চয় এই ফ্লাইটের সব যাত্রীর ইন্সুরেন্স করা ছিল। সে অনুপাতেই ম্যানেজমেন্ট দেবে।’

অন্য এক প্রশ্নের জবাবে কামরুল বলেন, ‘ক্ষতিপূরণ ম্যানেজমেন্টের ডিসিশন। তবে এ বিষয়ে নানা প্রক্রিয়া আছে। ইট উইল টেক টাইম।’

প্রতিষ্ঠানের বিমান পরিচালনায় এই দুর্ঘটনার কী প্রভাব পড়েছে-জানতে চাইলে কামরুল ইসলাম বলেন, ‘সব ফ্লাইট নরমাল সিডিউল অনুযায়ী চলছে। কিছুক্ষণ আগেও সকালে একটি ফ্লাইট ছেড়ে গেছে।’

অন্য এক প্রশ্নের জবাবে ইউএস বাংলা কর্মকর্তা বলেন, ‘মানুষের মধ্যে আতঙ্ক কাজ করতে পারে। তবে গত সাতে তিন বছরে ইউএস বাংলা ৩৬ হাজার ফ্লাইট পরিচালনা করেছে। বাংলাদেশে ইউএস বাংলা একটি নিরাপদ প্রতিষ্ঠান হিসেবে নিজেকে গড়ে তুলেছে।’

‘একটা এক্সিডেন্ট যে কোনো সময়, যে কোনো কারণে হতে পারে। এ জন্য একটি প্রতিষ্ঠান ধ্বংস হতে পারে না। এ বিষয়ে আমরা আপনাদের (গণমাধ্যমের) সহযোগিতা চাই।’

এই দুর্ঘটনায় নেপালি কর্তৃপক্ষ ৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও ইউএস বাংলা এখনও তা নিশ্চিত করছে না। কামরুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে আট জনের ম্যাসেজ আছে। অথেনটিক তথ্য ছাড়া আমরা আপনাদেরকে জানাতে পারি না। তবে নেপালের বিভিন্ন গণমাধ্যমে ৪৯ জনের তথ্য আছে। যেহেতু আমাদের একটি টিম এখন কাঠমান্ডুতে পৌঁছে গেছে, আপনাদেরকে আমরা এখন সঠিক তথ্য জানাতে পারব।’

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031