কার্ভাডভ্যার চাপায় মোহাম্মদ করিম (৬০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের। আজ সোমবার ১২ মার্চ রাত সাড়ে ৭ টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়ের কাসেম জুট মিলসস্থ বিএম কন্টেইনার ডিপুর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটেছে। নিহত করিম উক্ত এলাকার বিওসি’র সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
চমেক হাসপাতালের পুলিশ ফাড়ির নায়েক আমির হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত মো. করিমকে মেডিকেল কলেজ হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আহসান হাবীব বিষয়টি স্বীকার করে বলেন রাতে সোনাইছড়িতে রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানের (চট্টমেট্টো ড-৪৬৫) চাপায় পড়ে গুরুত্বর আহত হন মো. করিম। তাঁকে দ্রুত হাসপাতালে নেয়ার পথে মারা যান। তার বাড়ি সাতকানিয়া উপজেলায় বলে জানাগেছে। পুলিশ কাভার্ডভ্যানটি আটক করেছে।