দেশে অপশাসন-দুর্নীতির অবসান ঘটবেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দেশে অপশাসন-দুর্নীতির অবসান ঘটবে উল্লেখ করে তিনি বলেন, আমরা হতাশ নই কারণ জনগণ এইসব জুলুম-নির্যাতন সহ্য করবেনা।