এক সহকারী উপ-পরিদর্শকের বাসা থেকে ৪৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও বন্দর থানা পুলিশ নারায়াণগঞ্জ সদর মডেল থানার । বুধবার গভীর রাতে বন্দরের রুপালী এলাকায় এএসআই আলম সোহরাওয়ার্দী রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে এ পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পরে এএসআই রুবেলকে সদর মডেল থানায় ডিউটিরত অবস্থায় আটক করা হয়েছে। এসময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশী করে আরো ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা ডিবি পুলিশ, সদর মডেল থানা পুলিশ এবং বন্দর থানা পুলিশের একাধিক সুত্র জানায় এরআগেও বন্দর থানায় থাকাকালে তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল। বন্দর থানার ওসি শাহীন মন্ডল জানান, তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |