টাটেরা এলাকা থেকে গাঁজা ও ফেন্সেডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার। থানা সূত্রে জানা যায়, থানার এসআই জাকির হোসেন, এএসআই নাদিম ও এএসআই আল-আমিনসহ একটি ফোর্স উপজেলার টাটেরা এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে একটি সিএনজির গতিরোধ করে। যাত্রীবেশে তেঁতাভূমি গ্রামের হারুনুর রশিদের স্ত্রী পারভিন আক্তার মিশু (৫২) কে আটক করে পুলিশ। তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৬ কেজি গাঁজা এবং অভিনব পন্থ্যায় শরীরে মোড়ানো ২০ বোতল ফেন্সেডিলসহ তাকে থানায় নিয়ে আসে। এসআই জাকির বাদী হয়ে থানায় মাদক আইনে মামলা করেছে। থানার ওসি সত্যতা নিশ্চিত করেছেন।