বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মোঃ আব্দুর রব হাওলাদার, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান, শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া-এনডিসি এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমানকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় পদোন্নতি সংক্রান্ত এ আদেশ জারি করে।