গুলিবিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নেতা আশফাক আল রাফী শাওন মারা গেছেন ময়মনসিংহে। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত ২৬শে ফেব্রুয়ারি রাত ২টার দিকে ময়মনসিংহ শহরের জেলা পরিষদ অফিসের সামনে গুলিবিদ্ধ হন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাওন। এ সময় তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। পরে রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এ সময় ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রফিকুল ইসলাম অস্ত্রোপচার করে শাওনের পেট থেকে একটি গুলি বের করেন। পরের দিন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আশফাক আল রাফী শাওনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা এম এ কুদ্দুস। তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। একই সঙ্গে তিনি জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।
শাওনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে রহস্যজনক বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
আশফাক আল রাফী শাওন তার পরিবারের সঙ্গে শহরের আকুয়া চৌরঙ্গীর মোড় এলাকায় বসবাস করতেন।