ডিআইজি ইকবাল বাহার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হিসেবে যোগ দিয়েছেন । গতকাল রোববার দুপুর বারোটায় বিদায়ী কমিশনার আবদুল জলিল মন্ডলের কাছ থেকে নতুন কমিশনার দায়িত্ব গ্রহণ করেন।
গত ২৩ মার্চ আবদুল জলিল মণ্ডলের জায়গায় ইকবাল বাহারকে চট্টগ্রামের পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়। আবদুল জলিলকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক করা হয়েছে। দুপুর বারোটায় নতুন কমিশনার ইকবাল বাহার সিএমপি সদর দপ্তরে এসে পৌঁছালে অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য ও শহীদুর রহমানুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। এরপর নিজ কার্যালয়ে বিদায়ী কমিশনারের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। প্রথম দিনে নতুন কমিশনার সিএমপি‘র উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন জোনের উপ কমিশনার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। ১৯৮৯ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া ইকবাল বাহার সিএমপি কমিশনার হওয়ার আগে রাজশাহী পুলিশের ডিআইজি ছিলেন। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের ডিআইজি প্রশাসন, টেলিকম ও রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও ঢাকা ও যশোর জেলার পুলিশ সুপার হিসেবেও ইকবাল বাহার দায়িত্ব পালন করেছেন।