নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেলোয়ার হোসেন মেহেরপুরে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করায় জহুরুল ইসলাম নামের এক স্কুল শিক্ষককে আটক করেছে। আটক কৃত শিক্ষক জহুরুল ইসলাম (৩০) গাংনী উপজেলার রুয়ের কান্দি গ্রামের আব্দুর রহিমের ছেলে ও মিকুশিশ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক।
বৃহস্পতিবার উচ্চতর গণিত পরীক্ষা চলাকালীন সময় বেলা সাড়ে ১২ টায় তাকে কেন্দ্র থেকে আটক করেন গাংনী উপজেলার সহকারি কমিশনার(ভুমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন।
তিনি জানান, জহুরুল ইসলাম অফিস ব্যাবস্থাপনা হিসেবে গাংনী উপজেলার জুগির গোফা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে পরীক্ষা মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করছিল । এসময় তার মোবাইল ফোনটি নিয়ে যাচাই করে পরীক্ষার প্রশ্ন ও উত্তর পত্রের সকল আলামত পাওয়া গেলে তাকে আটক করা হয়। এসময় তার মোবাইল ফোনটি জব্দ করে তার ইমো নাম্বারে উত্তর পত্র াদান প্রদানের প্রমান পাওয়া যায়।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাবলিক পরিক্ষা আইন ১৯৮০ এর ১২ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান আদালত পরিচালনা কারি নির্বাহী ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |