আইনজীবীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আপিল করবে । আর আপিল মোকাবেলায় দুর্নীূতি দমন কমিশনও (দুদক) প্রস্তুত বলে জানিয়েছে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। এর আগে গতকাল রাতে তারা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের অনুলিপি পান দুদক আইনজীবীরা। রাতেই তারা রায় পড়া শেষ করেছেন। খুরশীদ আলম বলছেন, রায়ের বিরুদ্ধে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যদি আজ মঙ্গলবার জামিন আবেদন ও রায়ের বিরুদ্ধে আপিল করেন, তা হলে তা মোকাবেলার জন্য দুদক প্রস্তুত আছে।
উল্লেখ্য, গত ৮ই ফেব্রুয়ারি রাজধানীর বকশী বাজারের আলীয়া মাদরাসায় স্থাপিত ৫নং বিশেষ জজ আদালত দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদ- প্রদান করে। এর ১২ দিন পর গতকাল রায়ের অনুলিপি পান বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীরা।
আজ খালেদা জিয়ার আইনজীবীরা তার জামিনের জন্য আপিল করতে পারেন বলে জানা গেছে।