ট্রাক ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই নামক স্থানে । আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকামুখী বালু বোঝাই একটি ট্রাক সুরাবই নামক স্থানে পৌঁছলে বিপরীতমুখি (ঢাকা-মেট্রো-গ-৩৭-৩৮-৯৪) একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চালক মামুন ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই কমল দাশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রাইভেটকারের যাত্রী মাসুদ আলিমকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতরা হলেন- সিলেটের কদমতলী এলাকার বাসিন্দা প্রাইভেটকার চালক মামুন। মাসুদ আলিম টোবাকো কোম্পানিতে চাকরি করেন।
এর সত্যতা নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন খন্দকার।