নতুন একটি মিউজিক ভিডিও ভালোবাসা দিবস উপলক্ষে খ্যাতিমান নাট্য পরিচালক মনির হোসেন নির্মাণ করেছেন । যেটির শিরোনাম ‘তোমাকে ভালবাসি’ । এতে মডেল হিসাবে অভিনয় করেছেন অভিনেতা শুভরাজ ও চিত্রনায়িকা তানিয়া ইসলাম রিতু।
মিউজিক ভিডিওটির গানের কথা, সুর ও শিল্পী হচ্ছেন এম এইচ রাহি ও এম এইচ ছন্দা। সম্প্রতি মালয়েশিয়ার বিভিন্ন মনোরম লোকেশনে এটির দৃশ্যধারণ করা হয়েছে। মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে স্বাধীন চলচ্চিত্রের ব্যানারে।
দেশের খ্যাতিমান অডিও ভিডিও প্রতিষ্ঠান ‘লেজার ভিশন’ এর মাধ্যমে প্রকাশিত হচ্ছে ‘তোমাকে ভালোবাসি । লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে গানটি দেখা যাবে এবং দেশের প্রতিটি মোবাইল কোম্পানির ওয়েলকাম টিউন হিসাবেও এটি পাওয়া যাবে।