নিউ ইয়র্ক প্রসিকিউটররা হলিউড মুঘল হারভে উইন্সটেনের যৌন লালসা থেকে স্টাফদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার কারণে উইন্সটেন কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন । এতে দাবি করা হয়েছে, ওই কোম্পানিতে কর্মরত নারীদের নানাভাবে যৌন হয়রানি করেছেন হারভে উইন্সটেন। তিনি তাদেরকে হত্যা করার হুমকি পর্যন্ত দিয়েছেন। উল্লেখ্য, হলিউডের প্রথম সারির প্রযোজক হারভে উইন্সটেন। তার বিরুদ্ধে হলিউডের নামীদামী, সুপরিচিত নায়িকারা পর্যন্ত যৌন হয়রানির অভিযোগ করেছেন। এর মধ্যে রয়েছেন অ্যানজেলিনা জোলি, গোয়াইন পালট্রো প্রমুখ।
কমপক্ষে অর্ধ শতাধিক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বলা হয়েছে, তিনি যৌন নির্যাতন চালিয়েছেন তাদের ওপর। এমন কি ধর্ষণ পর্যন্ত করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন হারভে উইন্সটেন। তিনি বলেছেন, যাদের সঙ্গে তার যৌন সম্পর্ক হয়েছিল তা ঘটেছিল উভয়ের সম্মতিতে। হারভে উইন্সটেনের এক আইনজীবী বলেছেন, সুষ্ঠু তদন্ত হলে দেখা যাবে বেশির ভাগ অভিযোগই মিথ্যা। এর কোনো সত্যতা নেই। যৌন নির্যাতনের অভিযোগে এতদিন হারভে উইন্সটেনের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু এবারই তার কোম্পানি উইন্সটেন কোম্পানির বিরুদ্ধে ওই মামলা হলো। আর মামলাটি করলো রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে তার কোম্পানির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয় নি। রোববার নিউ ইয়র্কের এটর্নি জেনারেল এরিক ¯œাইডারম্যান বলেছেন, তিনি উইন্সটেন কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন। এতে আসামী করা হয়েছে হারভে উইন্সটেন ও তার ভাই রবার্টকেও। তারা দু’জনে মিলে ওই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন।