বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ স¤পাদকসহ ১২টি পদে জয় লাভ করেছে। আর সভাপতিসহ ৭ পদে জয় লাভ করেছে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাজমুল আহসান খান আলমগীর চৌধুরী রোববার দিনভর ভোটগ্রহণ শেষে রাত ২ টার দিকে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে এক হাজার ৩৩৬ ভোট পেয়ে শেখ ইফতেখার সাইমুল চৌধুরীকে সভাপতি ঘোষণা করা হয়। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয়তাবাদী আইনজীবি ঐক্য পরিষদের এএসএম বদরুল আনোয়ার ১ হাজার ১৭৪ ভোট। সমমনার চন্দন দাশ ৬০৭ এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্রার্থী কামাল সাত্তার চৌধুরী পেয়েছেন ৩৫ ভোট।
আর সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।

তিনি পান এক হাজার ৪৮৫ ভোট। এ পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী উত্তম কুমার দত্ত পান ৪৯৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু হানিফ পান ৬৪৪ ভোট। সমমনার নুরুল ইসলাম ৩৩৯ ভোট, গণতান্ত্রিকের জহীর উদ্দীন মাহমুদ ১৯, এবং বিএনপিপন্থী আবদুল মুকিম পান ৩১ ভোট। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে ১ হাজার ৩৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদের মোহাম্মদ ছুরত জামাল। বিএনপি সমর্থিত আইনজীবি ঐক্য পরিষদের মো. ইছহাক পেয়েছেন ১ হাজার ৩২৫ ভোট। সমমনার মো. মাফুজুর রহমান চৌধুরী পান ৩৪৮ ভোট।
সহ সভাপতি পদে ঐক্য পরিষদের মো. নুরুদ্দিন আরিফ চৌধুরী ১ হাজার ২১৭ ভোট পেয়ে জয় পেয়েছেন। এই পদে সমন্বয় পরিষদের মোহাম্মদ রফিকুল আলম ১ হাজার ১৩৩ ভোট ও সমমনার একেএম রুহুল আমিন ৬৭২ ভোট পেয়েছেন।
সহ-সাধারণ স¤পাদক পদে সমন্বয় পরিষদের মোহাম্মদ ইয়াছিন ১ হাজার ৭৫৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ পদে ঐক্য পরিষদের মুহাম্মদ কবির হোসাইন ৯৩৯ ভোট, সমমনার সৈয়দ নজরুল ইসলাম ১৯৪ এবং গণতান্ত্রিকের নারায়ন প্রসাদ বিশ্বাস ১৭৮ ভোট পেয়েছেন।
অর্থ স¤পাদক পদে ঐক্য পরিষদের মোহাম্মদ শফিউল হক চৌধুরী সেলিম ১ হাজার ১৪০ ভোট পেয়ে জয়ী হন। এ পদে সমন্বয়ের মঈনুল আলম চৌধুরী টিপু ৯৮৪, সমমনার হামিদ আলী চৌধুরী ৮১১, গণতান্ত্রিকের মো. মোশারেফ হোসেন ১০৪ ভোট পেয়েছেন।
পাঠাগার স¤পাদক পদে ঐক্যের মো. নুরুল করিম এরফান ১ হাজার ১৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই পদে সমন্বয়ের জিকো বড়–য়া ৯৮৮ ও সমমনার ভাস্কর রায় চৌধুরী ৮৮ ভোট পেয়েছেন।
সাংস্কৃতিক ও ক্রীড়া স¤পাদক পদে ঐক্য পরিষদের হাসনা হেনা ১ হাজার ২৪৬ ভোট পেয়ে জয় পেয়েছেন। সমন্বয় পরিষদের রুবেল পাল ১ হাজার ১০৮, সমমনার আক্তার বেগম ৫১১, গণতান্ত্রিকের মোহাম্মদ মনির হোসেন ১৫৭ ভোট পেয়েছেন।
তথ্য প্রযুক্তি স¤পাদক পদে সমন্বয় পরিষদের মো. রাশেদুল আজম রাশেদ ১ হাজার ৭৫০ ভোট পেয়ে জয়ী হন। এ পদে ঐক্য পরিষদের মো. হেলাল উদ্দিন আবু ১ হাজার ৫০ ভোট এবং সমমনার মোহাম্মদ ফারুক মাহমুদ ২৩০ ভোট পেয়েছেন।
নির্বাহী সদস্য পদে ঐক্য পরিষদের মো. লোকমান ১ হাজার ৬৯১ ভোট, মোহাম্মদ আলী ইয়াছিন ১ হাজার ৬২৬ ভোট, মুহাম্মদ আকিব চৌধুরী ১ হাজার ৬২৩ ভোট, এইচএস সোহরাওয়ার্দী ১ হাজার ৬০৮ ভোট, মোহাম্মদ এহছানুল হক ১ হাজার ৫৭৩ ভোট, মো. এনামুল হক ১ হাজার ৫৫৩ ভোট, মো. হাসান কায়েস ১ হাজার ৩৯২ ভোট। সমন্বয় পরিষদের সেলিনা আক্তার ১ হাজার ৬৪৯ ভোট, ইয়াসিন মাহমুদ তানজিল ১ হাজার ৫২৯ ভোট, ফারহানা রবিউল লিজা ১ হাজার ৪৭৩ ভোট জয়ী হয়েছেন।
এর আগে রবিবার সকাল ৯টা থেকে নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৬ আইনজীবী। ১৯ পদে মোট ৩ হাজার ৭১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031