পালংখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহেদ আলম চৌধুরী (২৫) কক্সবাজারের উখিয়ায় স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে । নিহত জাহেদ বালুখালী গ্রামের গোরা মিয়া চৌধুরীর ছেলে। আজ রোববার সকাল ১০টার দিকে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনা নিয়ে স্ত্রী সাহেদা বেগমের সাথে কথা কাটাকাটির পর জাহেদ বাথরুমে ঢুকে পড়ে। দীর্ঘক্ষণ পরেও বাথরুম থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে তাকে গলায় ফাঁস লাগানো মৃত অবস্থায় উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য ও নিহতের চাচা নুরুল আবছার চৌধুরী জানান, সে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
কি কারণে আত্মহত্যা করেছে তারা কেও জানেনা।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কি কারণে সে আত্মহত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।