ঢাকা মহনগর গোয়েন্দা উত্তরের একাধিক টিম এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে । গতকাল রাত থেকে অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাহাত ইসলাম, মো. সালাউদ্দিন, মো. সুজন, মো. জাহিদ হোসেন. সুপল রায়, মো. আল আমিন. মো. সাইদুল ইসলাম, মো. আবিরুল ইসলাম নোমান, মো. আমানুল্লাহ, বরকত উল্লাহ, আহসান উল্লাহ, শাহাদাত হোসেন, সায়েম ইসলাম ও তাহসিফ হোসেন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ ও বিভিন্ন ব্র্যান্ডের ২৩টি মোবাইল এবং নগদ ২লাখ ২হাজার চারশ টাকা উদ্ধার করা হয়।
আব্দুল বাতেন বলেন, এই চক্রটি ম্যাসেঞ্জার, ফেসবুক, ভাইবার, হোয়াটস অ্যাপসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে পরীক্ষার বিশ মিনিট আগে ফেইক আইডি ব্যবহার করে প্রশ্ন ফাঁস করতেন।
এসব প্রশ্নের জন্য বিভিন্ন শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ থেকে ২০০০টাকা পর্যন্ত নিতেন।