এসএসসি পরীক্ষা চলাকালীন হলে ডিউটিরত এক শিক্ষক প্রশ্ন ফাঁস করলেন। পরিদর্শকের কাছে হাতে নাতে ধরা পড়ে এখন তিনি পুলিশি হেফাজতে। আজ ইংরেজী ২য় পত্র পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটেছে বগুড়ার সাড়িয়াকান্দি উপজেলায়। সাড়িয়াকান্দি সরকারী উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে সাড়ে ১১টার দিকে ওমর ফারুক নামের ওই শিক্ষক নিজের ফোনে ছবি তুলে কেন্দ্রের বাইরে পাঠাচ্ছিল। জানা গেছে, কেন্দ্রের বাইরে নকল সরবরাহ করা লোকজনের কাছে প্রশ্নপত্রের ছবি পাঠাচ্ছিলেন তিনি। এমতবস্থায় কেন্দ্রের পরিদর্শক, এসি (ল্যান্ড) আব্দুল কাদের তাকে হাতে নাতে ধরেন।
পরে তাকে পুলিশে দেয়া হয়। আব্দুল কাদের জানিয়েছেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আটক ওমর ফারুক একই উপজেলার জোরগাছা দাখিল মাদ্রাসার শরীরচর্চার শিক্ষক।
বিস্তারিত আসছে…