খড়্গপুর, আলিপুরদুয়ার থেকে আসানসোল। দু’দিনে তিন নির্বাচনী জনসভাতেই তৃণমূলকে তুলোধনা করলেন নরেন্দ্র মোদী। কিন্তু আসানসোলে এক ধাপ এগিয়ে তাঁর বক্তব্য, এঁদের ‘জেলে যাওয়ার সময় এসেছে, তাই এত চিত্কার’!
আসানসোল স্টেডিয়ামে মোদীর আজকের বক্ত়ৃতায় বড় অংশ জুড়ে ছিল সিন্ডিকেট দুর্নীতির অভিযোগ। টিএমসি দলের ‘নতুন নামকরণ’ও করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘‘টি ফর টেরর, এম ফর মওত, সি ফর করাপশন’’। নরেন্দ্র মোদীর আরও তোপ, ‘‘সিন্ডকেটের নামে দুর্নীতির পুরো টাকাটাই খাচ্ছে তৃণমূল। কয়লা লুঠেও চলছে এই সিন্ডিকেট রাজ। বামেরা এ গুলো তৈরি করেছিল। তৃণমূল তা এগিয়ে নিয়ে যাচ্ছে।’’ মোদীর মতে, তৃণমূলের দুর্নীতি আর সন্ত্রাসের যে রূপ প্রকাশ্যে চলে এসেছে তার ফল নিজেরাও বুঝতে পারছেন তৃণমূল নেতারা। জেলে যাওয়ার সময় এসেছে বুঝেই বেশি চিত্কার করছেন তাঁরা, বলেন মোদী।