মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী চারবার মেলায় প্রবেশ করতে পারবেন। চট্টগ্রামে একাদশতম বারের মতো বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘রিহ্যাব ফেয়ার’ এবারের মেলায় প্রবেশে টিকিটের মূল্য ৫০ টাকা (সিঙ্গেল এন্ট্রি) ও ১০০ টাকা (মাল্টিপল এন্ট্রি) রাখা হয়েছে।
পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে এ আবাসন মেলা চলবে আগামী রোববার পর্যন্ত।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম ক্লাবে মেলা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী জানান, এবছর মেলায় ৫৯টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে আবাসান প্রতিষ্ঠানের পাশাপাশি ১০টি বিল্ডিং ম্যাটারিয়ালস প্রতিষ্ঠান ও সাতটি আর্থিক প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।৮ ফেব্রুয়ারি সকালে মেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আব্দুচ ছালাম। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে।মেলা উপলক্ষে ৯ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে, যেখানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান অতিথি থাকবেন।
১১ ফেব্রুয়ারি মেলা শেষ হলেও ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলা শেষ হবে জানান কৈয়ুম চৌধুরী।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কো-চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক, ইঞ্জিনিয়ার দিদারুল হক চৌধুরী ও মিডিয়া কমিটির চেয়ারম্যান এএসএম আব্দুল গাফফার মিয়াজি।