অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিককে অপদার্থ, ভয়ঙ্কর ধরনের বদমায়েশ ও অত্যন্ত বাজে লোক বলে মন্তব্য করেছেন । আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানকে ভ্যাট সম্মাননা সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী আরো বলেন, চাকরির শেষ দিনে অপদার্থটি পদ্মা সেতুতে পরামর্শক নিয়োগ করার ব্যাপারে চক্রান্ত করছি বলে বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ করল। এসব কিছুই ছিল ঘুষ নেওয়ার চক্রান্ত। চক্রান্ত করে পদ্মা সেতুর ঋণ বাতিল করে দিল জোয়েলিক। আমাদের সৌভাগ্য, সেই বদমাশটি সেদিনই বিদায় হয়।
অর্থমন্ত্রী আরো বলেন, খুশির খবর হলো নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন হচ্ছে।
আমার ধারণা, আগামী বছরের মার্চ নাগাদ যান চলাচল করবে। তবে মার্চে না হলেও আগামী বছরের জুনে পদ্মা সেতু দিয়ে যান চলাচল করবে। আমাদের ওবায়দুল কাদের চেয়েছিলেন, যেন এর কাজ ডিসেম্বরেই শেষ করতে পারেন। কিন্তু সেটা সম্ভব হবে না। তবে জুন নাগাদ যান চলাচলের জন্য আমরা খুলে দিতে পারবো।