বর্তমান প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ অন্য কেউ মনোনয়নপত্র জমা না দেয়ায় দেশের ২১তম প্রেসিডেন্ট হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন । আজ সোমবার সহকারী নির্বাচনী কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বিকাল ৪টায় প্রেসিডেন্ট পদে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিলো। এ সময়ের মধ্যে আব্দুল হামিদ ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি। আগামি ৭ই ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাছাই-বাছাই করা হবে। এতে মনোনয়নপত্র বৈধ হলে আব্দুল হামিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
এর আগে বেলা ১২টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার কাছে আবদুল হামিদের মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।