শাহরুখ বলিউড সেলিব্রেটির জনপ্রিয়তায় অমিতাভকে ছাড়িয়ে গেলেন। অভিমানে টুইটার থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন ‘বিগ বি’। বলিউডে সর্বকালীন জনপ্রিয়তায় অমিতাভ বচ্চন ছিলেন সবার উপরে। টুইটারেও এতদিন ছিলেন অপ্রতিদ্বন্দ্বী । সম্প্রতি শাহরুখ ভেঙে দিল বিগ বি–র এই রেকর্ড। আর তাতেই টুইটার থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন অমিতাভ।
ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরই টুইটারে অমিতাভ বচ্চন ছিলেন দ্বিতীয় জনপ্রিয় ব্যক্তি। শাহরুখ খান চিড় ধরালেন তার এই জনপ্রিয়তায়। ভারতীয় সেলিব্রেটিদের মধ্যে টুইটারে সবচেয়ে জনপ্রিয় এখন শাহরুখ। টুইটারে তার ফলোয়ারের সংখ্যা ৩২,৯৪৪,৩৩৮। অন্যদিকে অমিতাভের ফলোয়ারের সংখ্যা ৩২,৯০২,৩৫৩। শাহরুখের বর্তমান ফলোয়ারের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছেন তিনি। আর তাতেই অভিমান হয়েছে এই বলিউডি মেগাস্টারের। তিনি লিখেছেন, ‘টুইটার! তুমি আমার ফলোয়ার কমিয়ে দিয়েছ। হাহা! এটা একটা জোক। সময় হয়েছে তোমার থেকে সরে যাবার। তোমাকে ধন্যবাদ এই যাত্রার জন্য। এই সমুদ্রে ‘অন্য’ অনেক মাছ রয়েছে এবং অনেক বেশি আকর্ষণীয়!’ ‘শোলে’, ‘দিওয়ার’, ‘পা’, ‘বাগবান’ ইত্যাদি অনেক জনপ্রিয় সিনেমা তিনি উপহার দিয়েছেন। ৭৫ পেরিয়েও এখনও অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তিনি। জনপ্রিয়তায় এই পিছিয়ে পড়া তার মনে গভীর রেখাপাত করেছে, নইলে টুইটার ছাড়বেন কেন?-বিডিনিউজ