একদল দুস্কৃতকারী। তাদের হামলায় দুজন গুরুতর আহত হয়েছে জুয়ার আড্ডা ও মাদক ব্যবসায় বাধা প্রদানের জের ধরে নগরীর হিলভিউ আবাসিক এলাকায় তান্ডব চালিয়েছে । গতকাল রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে পাঁচলাইশ ও বায়েজিদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কিরিচসহ একজনকে গ্রেপ্তার করা হয়। বায়েজিদ থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ঘটনার বিবরণে হিলভিউ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট মনিরুল আলম আজাদীকে জানান, হিলভিউ আবাসিক এলাকায় রংপুর কলোনী নামে একটি কলোনী আছে, যেখানে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও জুয়ার আসর বসে। একাধিকবার সমিতি থেকে পুলিশ নিয়ে আমরা তাদের বাধা দিয়েছি, অস্ত্রসহ অপরাধীদের পুলিশের হাতে তুলে দিয়েছি। গতকাল রাত পৌনে নয়টার দিকে রংপুর কলোনীর পাশের ভবনের মালিক সিটি কলেজের অধ্যাপক দিদারুল আলম, পূবালী ব্যাংকের সাবেক কর্মকর্তা নূরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কলোনীতে অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করেন। এসময় এসব কাজে জড়িত ১৫/২০ জন সন্ত্রাসী তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় দিদারুল আলমের মাথা ফেটে যায় ও নূরুল ইসলামের হাতে কিরিচের কোপ পড়ে। তারা চলে যাওয়ার সময় আরো দুটি ভবনে হামলা চালায়, নিচে থাকা গাড়ি ভাংচুর করে। হিলভিউ আবাসিক এলাকাটির একটি অংশ পাঁচলাইশ থানায় এবং অপর অংশ বায়েজিদ থানার অন্তর্গত। উভয় থানার পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় শাওন নামে এক সন্ত্রাসী ধরা পড়ে। আহত দু’জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এঘটনায় বায়েজিদ থানায় একটি মামলা হয়েছে।