দুই কভার্ড ভ্যানের মাঝখানে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।নিহতরা হলেন- কুমিল্লার মুরাদনগরের আবদুল মান্নানের ছেলে মোহাম্মদ আক্তার (২৭) ও ভোলার মৃত মোহাম্মদ করিমের ছেলে মোহাম্মদ ফখরুল (৩০)চট্টগ্রামের কদমতলী ডিটি রোড এলাকার হোটেল রয়েল প্যালেসের সামনে ।
শুক্রবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বলে সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন জানানবলেন, রাস্তার ওপর পেছন দুটি কভার্ড ভ্যান দাঁড়িয়ে ছিল। একটি থেকে মালামাল খালাস করা হচ্ছিল। এসময় আরেকটি কর্ভাড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে আসলে দুটির মাঝখানে দাঁড়ানো দুই শ্রমিক চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।