রিজার্ভ চুরির কেলেঙ্কারিতে আতিউর রহমান সরে গেলে ফজলে কবির গভর্নরহওয়ার পর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম বৈঠক হয়েছে।
সভায় পরিচালকরা আইটি নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভংকর সাহা সাংবাদিকদের জানিয়েছেন।তিনি বলেন, “বিদেশের ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের টাকা বের হয়ে যাওয়ার বিষয়ে আজকের বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় পরিচালকদের বিস্তারিত জানানো হয়। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক যে সকল ব্যবস্থা গ্রহণ করেছে, তাও পর্ষদকে জানানো হয়।
পরিচালনা পর্ষদ সবকিছু অবহিত হয়ে এ ধরনের ঘটনা আর যেন না ঘটে, সে জন্য পরামর্শ দিয়েছেন এবং বাংলাদেশ ব্যাংকের আইটি সিকিউরিটি আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন।
আমাদের টোটাল সিকিউরিটি বাড়াতে হবে, তারা সে বিষয়ে পরামর্শ দিয়েছেন,বলেন শুভংকর সাহা।
বুধবার সন্ধায় পর্ষদ সভা শেষে বেরিয়ে যাওয়া সময় কোনো পরিচালক সাংবাদিকদের সঙ্গে কথা বলেনি।