৮ হাজার ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে।
শুক্রবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের উপজেলার খুটাখালী মেধা কচ্ছপিয়া ঢালা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া গ্রামের সৈয়দুল ইসলামের পুত্র গফুর আলম (২৫) ও একই এলাকার মৃত শহর মল্লুকের পুত্র আবদুল গফুর (২৭) বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মালুমঘাট হাই-ওয়ে পুলিশ জানান, শুক্রবার দুপুর ১টার দিকে এস.আই মোঃ রুহুল আমিনের নেতৃত্বে মহা সড়কের মেধাকচ্ছপিয়া এলাকায় ডিউটি করে আসছিলেন। এ সময় চট্টগ্রাম মুখী ১টি নাম্বার বিহীন নতুন পিকআপ গাড়ি থামিয়ে চালকের সাথে কথা বললে তাদের কথাবার্তায় গরমিল হওয়ায় গাড়িটি তল্লাশি করা হয়। এতে চালকের আসনের নিচ থেকে ১টি ইয়াবা ভর্তি প্যাকেট পাওয়া গেলে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত প্যাকেটটিতে ৮ হাজার পিছ ইয়াবা ছিল বলে পুলিশ জানান।
মালুমঘাট হাই-ওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আলমগীর হোসেন জানান, ইয়াবা নিয়ে আটক ২ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে চকরিয়া থানায় ১টি মামলা দায়ের করেছে। তাদের চালিত পিকআপটি ফাঁড়িতে জব্ধ রাখা হয়েছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |