গতকাল দিবাগত রাত থেকে তল্লাশি চালিয়ে রকেট লঞ্চারের ১০ টি শেল উদ্ধার করেছে র্যাব হবিগঞ্জের সাতছড়ি উদ্যানে । র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান ঘটনাস্থলে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।
এসময় তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার এই অভিযান শুরু করা হয়। অভিযানকালে একাধিক বাংকারের সন্ধান পাওয়া যায়। এসব বাংকারে তল্লাশি চালিয়ে ১০টি রকেট লঞ্চারের শেল উদ্ধার করা হয়।
মুফতি মাহমুদ খান আরো বলেন, ‘আমরা ধারণা করছি, কোনও জঙ্গি বা সন্ত্রাসী গ্রুপ নাশকতা চালানোর উদ্দেশ্যে এই উদ্যানে শেলগুলো লুকিয়ে রেখে যায়।।
আপাতত অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যার পর থেকে র্যাব-৯ এর একটি দল সাতছড়ির বিভিন্ন টিলায় অভিযান শুরু করে। রাতভর অভিযান চলিয়ে এই রকেট লঞ্চারগুলো উদ্ধার করেছে র্যাব।