স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সরকার কওমি মাদ্রাসার শিক্ষাকে স্বীকৃতি দিয়ে সনদের ব্যবস্থা করেছে ইসলাম শান্তির ধর্ম। সত্যিকার অর্থে যারা বুকে ইসলাম ধারণ করে তারা কখনো জঙ্গি হতে পারে না জানিয়ে । যাতে সবাই দক্ষ জনসম্পদে পরিণত হবে পারে।
২ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুর ২টায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে এসব কথা বলেন তিনি।
প্রসঙ্গত, মন্ত্রী হেলিকপ্টারযোগে দুপুর ১ টার দিকে নানুপুর লায়লা করিব কলেজ মাঠে নেমে মাদ্রাসার মাহফিলে যোগ দেন। জুমার নামাজ শেষে বক্তব্য রেখে সড়ক পথে হাটহাজারী বড় মাদ্রাসায় হেফাজতের আমির আহমেদ শফির সাথে রুদ্ধদার বৈঠকে মিলিত হন।
বার্ষিক মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ইসলাম সমর্থন করে না। ইসলামে মানুষ হত্যাকারীদের কোনো স্থান নেই। বর্তমান বিশ্বে ইসলামকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। আমাদের সবার ঈমানকে মজবুত করতে হবে। সকল যড়যন্ত্র থেকে সাবধান থাকতে হবে।
মাদ্রাসা প্রধান মাওলানা সালাউদ্দিন নানুপুরী’র সভাপতিত্বে মাহফিলে আরো উপস্থিত ছিলেন, সাতকানিয়ার এমপি আবু রেজা মুহাম্মদ নদভী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ, চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান, সাবেক এমপি মজহারুল হক শাহ চৌধুরী, চট্টগ্রামের ডিআইজি মনিরুজ্জামান মনির, এসপি নূরে আলম মিনা, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএস পেয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক, সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, মাওলানা মাহমুদুল হাসান মমতাজী প্রমূখ।