বিপুল সংখ্যক মাদকদ্রব্যসহ ২৯ জনকে আটক করা হয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে। বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযান চালায়। আটককৃতদের মধ্যে ১৯ জনকে চিকিৎসার জন্য মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ডিএনসি জানিয়েছে, রাজধানীর ভাটারার খিলবাড়ির টেক এলাকায়সহ বিভিন্ন স্থানে এসব অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ ইয়াবা, বিলেতি মদ ও বিয়ারের ক্যান উদ্ধার করা হয়। এছাড়া নারায়নগঞ্জের বন্দর এলাকায় একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ইয়াবা ও তা তৈরির ডাইসসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।