একটি ট্রাক মোটরসাইকেলকে সংঘর্ষে চালক নুরুল ইসলাম মারা গেছেন। এসময় তার সঙ্গে থাকা স্ত্রী গুরুতর আহত হন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আদমপুরের মাটি মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নুরুল ইসলাম কমলগঞ্জ উপজেলার কালাছড়া গ্রামের মহরম আলীর ছেলে। তাৎক্ষণিকভাবে আহত স্ত্রীর নাম জানা যায়নি। তাকে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, দুপুরে নুরুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে আদমপুর যাচ্ছিলেন। মাটির মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুরুল ইসলাম মারা যান। গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে উদ্ধার করে স্থানীয়রা সদর হাসপাতালে ভর্তি করে।
কমলগঞ্জ থানার এসআই চম্পক দাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।