আর নেই বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক বুলবুল চৌধুরী (৭২)। বৃহস্পতিবার দুপুর ১টা ১০ মিনিটে ঢাকার সমরিতা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ম্যানেজার শাহ আলম জানান, বুলবুল চৌধুরী নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক স্থায়ী সদস্য ছিলেন। এছাড়া তিনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যাপক। প্রয়াত সাহিত্যিকের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য শুক্রবার বিকালে চাষাঢ়া শহীদ মিনারে নিয়ে আসা হবে। পরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সড়কে জানাজা শেষে মাসদাইর কবরস্থানে তাকে দাফন করা হবে।