imagesএলার্ট নিউজ প্রতিনিধি চট্টগ্রাম: আওয়ামী লীগের প্রার্থীদের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্র দখল ও প্রার্থীর সমর্থকদের মারধরের অভিযোগ এনে চট্টগ্রামের তিন উপজেলার ৩০টি ইউনিয়ন পরিষদের ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে সীতাকুন্ডের ফৌজদারহাটে এই ঘোষণা দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী।

এলার্ট নিউজ প্রতিনিধিকে তিনি বলেন, কেন্দ্র দখল, হামলা, এজেন্টদের বের করে দেওয়া ও প্রশাসনের নির্লিপ্ততার কারণে নির্বাচন বর্জন করে পুনঃভোটের দাবি জানিয়েছি।

নির্বাচন কমিশনকে ‘সরকারের আজ্ঞাবহ’ আখ্যা দিয়ে তিনি বলেন, এমন পরিস্থিতিতে নির্বাচনে থাকা সম্ভব নয়।

দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার সারা দেশের দ্বিতীয় ধাপের ৬৩৯ ইউনিয়নের মধ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে নয়টি, সীতাকুন্ডে নয়টি ও সন্দ্বীপের ১২টি ইউনিয়ন পরিষদে ভোট হয়।

সকাল থেকে বিএনপির প্রার্থীর ওপর হামলাসহ কেন্দ্র দখলের অভিযোগ করে আসছিল আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031