শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আগামী ১লা ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া মাধ্যমিক ও সমমানের পরীক্ষার সময় ফেসবুকসহ সব সামাজিক যোগযোগের মাধ্যম বন্ধ থাকবে বলে জানিয়েছেন । আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে এ তথ্য জানান তিনি।
পরীক্ষা চলাকালে শুধু ওই ৩ ঘণ্টাই বন্ধ থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।
নুরুল ইসলাম নাহিদ বলেন, বিটিআরসিকে একটা লিমিটেড টাইমের জন্য ফেসবুক বন্ধ রাখার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি। কতক্ষণ বন্ধ থাকবে সে টাইমটা মেনশন করছি না, আলাপ করে সময়টা নির্ধারণ করা হবে। একেবারে বন্ধ তা নয় একটা লিমিটেড টাইমের জন্য বন্ধ রাখার কথা বলা হয়েছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |