জাতীয় সংসদে নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক তথ্য জানান। খসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার। খসড়া তালিকা অনুযায়ী নতুন ভোটরের সংখ্যা ৩৩ লাখ ৩২ হাজার ৫৯৩। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এসংক্রান্ত প্রশ্ন উত্থাপন করেন সরকার দলীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে ওই প্রশ্নের জবাবে মন্ত্রী আরো জানান, চলতি বছরের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এর আগে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে জানান, হালনাগাদে এবার ভোটার তালিকায় যুক্ত হয়েছে ৪২ লাখ ৯৪ হাজার ৮৮৯ জন নতুন ভোটার।
এদের মধ্যে ৩৩ লাখ ৩২ হাজার ৫৯৩ জনের তথ্য গতবছর এবং ৯ লাখ ৬২ হাজার ২৯৬ জনের তথ্য ২০১৫ সালে সংগ্রহ করা হয়।